দেশজুড়ে

বিএনপিকে সংস্কারের বিষয়ে সবক নিতে হবে না: আমীর খসরু

সংস্কারের বিষয়ে বিএনপিকে সবক নিতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপিকে সংস্কারের ব্যাপারে সবক নিতে হবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত সংস্কার হয়েছে, তার ৯০ শতাংশই বাস্তবায়ন করেছে বিএনপি। বিএনপি ঘোষিত ৩১ দফাতেও তারই প্রতিফলন ঘটেছে।

তিনি আরও বলেন, সংস্কার অনেক দলের কাছে নতুন কিছু হতে পারে। তবে বিএনপির জন্য নতুন কিছু না। বাংলাদেশের অর্থনীতি আজ যেখানে এসেছে, এটা বিএনপির সংস্কারের কারণেই।

Advertisement

নতুন ভ্যাট ও শুল্ক সাধারণ মানুষের ওপর আরও চাপ বাড়াবে উল্লেখ করে আমীর খসরু বলেন, মানুষ নিত্যপণ্যের দামে নাকাল। অনেকের দৈনন্দিন জীবন চালানো কঠিন হয়ে পড়েছে মূল্যস্ফীতির কারণে। এরমধ্যে এই কর ও ভ্যাটের কারণে মানুষ দারিদ্রসীমার নিচে নেমে যাবে। তাই সরকারকে বলছি, ভ্যাট প্রত্যাহার করুন।

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও শিল্পোদ্যোক্তা সালিমুল হক কামাল, বিজিএমইএ’র সাবেক পরিচালক মাহমুদুল হাসান বাবুল, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ।

মিলন রহমান/জেডএইচ/এমএস

Advertisement