সিলেটের কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন চিকিৎসা নিয়েছেন। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বউ বাজারে টুকেরগাও ও নয়াগাঙের পাড় গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারসেল নিক্ষেপ করে দুই পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারি সকালে বউবাজারে মাছ বিক্রি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে অপরপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় দুজন আহত হন। পরে বিষয়টি সালিশের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন স্থানীয়রা। এর জেরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে দেশীয় অস্ত্র হাতে জড়ো হতে থাকেন টুকেরগাও ও টুকেরবাজারের লোকজন।
অন্যদিকে অবস্থান করেন নয়াগাঙের পাড় গ্রামের মানুষ। দুই পক্ষই দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে নিয়ে অবস্থান করেন। পরে দুই পক্ষের লোকজন ইট-পাথর নিক্ষেপ শুরু করে। এসময় সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। এতে সিলেট-ভোলাগঞ্জ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
Advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। পরে দুপুর ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। সেই সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আটজন হাসপাতালে আসেন। তাদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
আহমেদ জামিল/জেডএইচ/জিকেএস
Advertisement