দেশজুড়ে

কাঁটাতারের বেড়া নির্মাণ কেন্দ্র করে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

জয়পুরহাটের পাঁচবিবির পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় দুদেশের ক্যাম্প কোম্পানি কমান্ডারদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠক শেষে বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহান বলেন, বিকেলে পতাকা বৈঠকে ভারতীয় চকগোপাল ক্যাম্পের কমান্ডার দ্বিজেন্দ্রনাথ বলেছেন, তারা আর কাজ করবেন না। যতটুকু ঘিরেছেন ততটুকু তুলে নেবেন।

আরও পড়ুন কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

এর আগে ভোরে পাঁচবিবি উপজেলার উঁচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করেন বিএসএফের সদস্যরা।

Advertisement

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যদের জানান। পরে তারা এসে বেড়া নির্মাণে বাধা দেন। তখন বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ স্থগিত করে চলে যান।

আল মামুন/এসআর/জিকেএস