রাজধানীর খিলগাঁও, বাসাবো ও সবুজবাগ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ ও মিল্টন রায়ের নেতৃত্বে দুটি পৃথক দল অভিযান পরিচালনা করে।
Advertisement
মঙ্গলবার (২১ জানুয়ারি) তিতাস গ্যাস টিঅ্যান্ডডি পিএলসির ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল-আমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে ও তিতাস মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৩ এর সহযোগিতায় পরিচালিত সোমবারের অভিযানে খিলগাঁও তিলপাপাড়া ঝিলপাড় মসজিদের পাশে তিনটি বাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের করায় ১০০ ফুট ৩/৪ সার্ভিস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এতে ৬০টি ডাবল চুলার ১২৬০ সিএফটি গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। ছয়টি ডাবল বার্নারের চুলা জব্দ করা হয়েছে।
এছাড়া, সবুজবাগের শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃক ২০০ সিএফটি/ঘণ্টা গ্যাস অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করায় সার্ভিস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ মোতাবেক এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
Advertisement
একই দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে আরও একটি অভিযানে সুরাবাড়ি, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে। অভিযানে চারটি স্পটে প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৬০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় মোট ৯৮৪ ফুট পাইপ উত্তোলনপূর্বক অপসারণ করা হয়েছে। এছাড়াও একটি পৃথক মামলায় ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিতাস জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৫৯টি শিল্প, ৯৬টি বাণিজ্যিক ও ১৯ হাজার ৭১১টি আবাসিকসহ মোট ১৯ হাজার ৯৬৬টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৬ হাজার ৫২৪টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এসব অভিযানসমূহে ৯৬.৯১ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
তিতাস আরও জানায়, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান চলমান। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গি, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।
Advertisement
এনএস/এমআরএম/জিকেএস