সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি ও ৯২ কেজি জিরাসহ চারটি পিকআপ ভ্যান জব্দ করেছে বিজিবি।
Advertisement
সোমবার (২০ জানুয়ারি) ভোরে বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকা ছাতারকোনা থেকে থেকে এসব পণ্য জব্দ করে সুনামগঞ্জ ২৮ বিজিবি।
বিজিবি জানায়, অবৈধভাবে চিনি, বিড়ি ও জিরা নিয়ে আসা চোরাকারবারিদের বিষয়ে গোপন তথ্য পেয়ে রাতভর অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এসব মালামাল রেখেই চোরাকারবারিরা পালিয়ে যান। পরে এসব মালামাল জব্দ করা হয়। এগুলোর মূল্য প্রায় কোটি টাকা।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় আমাদের কঠোর নজরদারি রয়েছে।
Advertisement
লিপসন আহমেদ/এসআর/এমএস