দেশজুড়ে

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৮

পঞ্চগড়ের বোদা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটজনকে আটক করেছে বিজিবি। রোববার (১৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

Advertisement

আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর চন্ডীপুর গ্রামের বিষ্ণজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩) ও ছেলে প্রানাভি রায় (৩) এবং কাহারোল উপজেলা তেলিয়ান গ্রামের শ্রী রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে শ্রী সমর রায় (১০), মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুড়া গ্রামের শ্রী সুজন রায় (২১)।

বিজিবি জানায়, বাংলাদেশি নাগরিকরা ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্তে যান। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা ভারতে স্বজনদের বাড়িতে যেতে দালালের সঙ্গে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় বলে জানায় বিজিবি।

নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটকদের বোদা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। তবে অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে শিশুদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

Advertisement

সফিকুল আলম/আরএইচ/এমএস