সময় কতটা খারাপ যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের! না হয় ঘরের মাঠে কেউ হারের হ্যাটট্রিক করে? তাও আবার ব্রাইটনের মতো দলের কাছে!
Advertisement
শক্তিমত্তায় ম্যানইউর চেয়ে খুব বেশি এগিয়ে নেই ব্রাইটন। তবুও ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সর্বশেষ ৩ ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা। নিজেদের মাঠে হ্যাটট্রিক হার হজমের পাশাপাশি ব্রাইটনের বিপক্ষে সর্বশেষ ৭ ম্যাচের ৬টিতেই হেরেছে ম্যানইউ।
রোববার ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানইউ। ৫ মিনিটে গোল করেন ব্রাইটনের ইয়ানকুবা মিনটে। ২৩ মিনিটে সফল পেনাল্টি কিকে ম্যানইউকে ১-১ সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ।
৬০ মিনিটে কাউরো মিতোমার গোলে ফের লিড নেয় ব্রাইটন। ৭৬ মিনিটে জর্জিনিও রুথারের গোলে ব্যবধান ৩-১ করে সফরকারীরা। এতে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিক ম্যানইউ।
Advertisement
দুর্দান্ত জয়ে টেবিলের নবম স্থানে উঠেছে ব্রাইটন। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ম্যানইউ।
রোববার মোটেও ছন্দে ছিলেন না ম্যানইউ গোলরক্ষক আন্দ্রে ওনানা। ব্রাইটনের খেলোয়াড়দের সহজ শটগুলোও ফেরাতে ব্যর্থ হন তিনি।
ম্যাচের পর ম্যানইউ কোচ রুবেন অ্যামোরিম বলেন, ‘ঘরে মাঠে আরেকটি হার। এটা মেনে নেওয়ার মতো নয়; যেভাবে আমরা গোল হজম করেছি। আমরা ফুটবল খেলতে পারি কিন্তু কম সময়ে সেটা ধারাবাহিকভাবে পারিনি। আমরা নার্ভাস হয়ে যাই এবং তারপর আমরা একটি গোল হজম করি।’
এমএইচ/জিকেএস
Advertisement