দেশজুড়ে

সীতাকুণ্ডের সেই ডিসি পার্কে প্রধান বিচারপতি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিসি পার্কে ফুল উৎসব পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।

Advertisement

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে প্রধান বিচারপতি ফৌজদারহাটের ফুল উৎসবে ডিসি পার্কে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রশাসনের কর্মকর্তারা। পার্কে এসে তিনি ফুল উৎসব উপভোগ করেন। তিনি পার্কটির সাজ-সজ্জা ও প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে মুগ্ধ হন। চট্টগ্রামসহ সারাদেশের মানুষের জন্য এমন ব্যতিক্রমী ফুল উৎসবের আয়োজন করায় তিনি জেলা প্রশাসনকে সাধুবাদ জ্ঞাপন করেন। পার্ক পরিদর্শনকালে তিনি একটি ছাতিম গাছ রোপন করে তাতে পানি দিয়ে যত্ন নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের ইউএনও কে.এম রফিকুল ইসলাম, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনসহ আরও অনেকে।

তারা জানান, ডিসি পার্কের ১৯৪ একর জায়গা এক সময় ভূমিদস্যুদের দখলে ছিল এবং সেখানে মাদকের আসর বসতো। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসন সেটি উচ্ছেদপূর্বক এত সুন্দর একটি বিনোদন স্পটে পরিণত করায় তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এই পার্কটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম