মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি (সোমবার) শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগের দিন অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাজধানী ওয়াশিংটনে ক্যাম্পেইন স্টাইলে বিজয় মিছিল করতে যাচ্ছেন তিনি।
Advertisement
মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন নামের বিজয় মিছিলটি স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের ঘটনার পর ওয়াশিংটনে এটাই হতে যাচ্ছেন ট্রাম্পের প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির নীতির প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছেন।
আরও পড়ুন>
Advertisement
নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচার গ্রুপের সদস্যরা পিপলস মার্চ নামের ওই বিক্ষোভের আয়োজন করেছেন। এর আগে ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন সে সময়ও তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্বের অনেক সরকারপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তীব্র শীতের মধ্যে হালকা বরফের কারণে এবার পরিবর্তন আনতে হচ্ছে স্থান নির্বাচনে।
বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হবে ক্যাপিটল ভবনের অভ্যন্তরে (ইনডোরে)। যা হবে গত ৪০ বছরের মধ্যে প্রথম। কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হতো বাইরে (আউটডোরে)।
সূত্র: রয়টার্স
Advertisement
এমএসএম