খেলাধুলা

স্বাগতিক চিটাগংকে মাত্র ১২১ রানে বেঁধে ফেললো বরিশাল

রানের বিপিএলে ঘরের মাঠে যেমন দাপট দেখানোর কথা, আজ রোববার সেটি দেখাতে পারেনি চিটাগং কিংস। ফরচুন বরিশাল স্বাগতিকদের বেঁধে ফেলেছে মাত্র ১২১ রানে। এই রান তুলতে চিটাগংকে হারাতে হয়েছে ৮ উইকেট। জিততে হলে বরিশালকে করতে হবে ১২২ রান।

Advertisement

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে চিটাগং। মাত্র ৩৯ রান তুলতেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা।

টপঅর্ডারদের মধ্যে উসমান খান ও মোহাম্মদ মিঠুন কিছু রান পেলেও উইকেটে দাঁড়াতেই পারেনি পারভেজ হোসেন ইমন (৩ বলে ১), গ্রাহাম ক্লার্ক (৪ বলে ৮), হায়দার আলী (৩ বলে ১) ও শামীম হোসেন (৬ বলে ৫)।

উসমান ১৩ বলে ১৯ ও মিঠুন ৩৪ বলে ৩৫ রান করেন। নিচের দিকে আরাফাত সানি ৩৪ বলে ২৭ রান করে মান বাঁচাতে অবদান রাখেন।

Advertisement

বরিশালের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ফাহিম আশরাফ ও রিপন মণ্ডল।

এমএইচ/জিকেএস