এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে যোগ দিয়েছেন মো. মুশফিকুর রহমান। রোববার (১৯ জানুয়ারি) তিনি এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
Advertisement
মো. মুশফিকুর রহমান ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৯৫ সালে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
প্রায় তিন দশকের ব্যাংকিং খাতের চাকরি জীবনে তিনি যুক্তরাষ্ট্রে সিটিজেন, সিটি ব্যাংক ও এইচএসবিসি এবং বাংলাদেশে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, শাহজালাল ইসলামী এবং আল ফালাহ ব্যাংকে দায়িত্ব পালন করেন।
মো. মুশফিকুর রহমানকে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ দিয়ে ২২ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়। উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশনের ৮ম চেয়ারপারসন মো. মুশফিকুর রহমান।
Advertisement
এসআরএস/এসআইটি