যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে তার শপথগ্রহণ অনুষ্ঠান। চার বছর পরপর দেশটিতে নতুন বা পুনর্নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এবার কিছু ভিন্নতা দেখা যাবে।
Advertisement
মার্কিন সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের কার্যকাল ২০ জানুয়ারি দুপুরে শুরু হয়। গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবারের সেটি হবে ক্যাপিটল রোটুন্ডায়। কারণ, বিরূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন>>
ট্রাম্পের অভিষেকে বরফের বাগড়া, অনুষ্ঠান হবে ইনডোরে অবৈধ অভিবাসী বিতাড়নের ধাক্কা সামলাতে পারবে আমেরিকা? ট্রাম্প প্রশাসনের প্রথম দিন যে ৩ বিষয়ে নজর থাকবে এশিয়ারসাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথবাক্য পাঠ করান। এবার জন রবার্টস দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথবাক্য পাঠ করাবেন। শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরবেন। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সও শপথ নেবেন।
Advertisement
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রযুক্তি জগতের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব; যেমন- ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গ।
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যদিও ২০২০ সালে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন না ট্রাম্প।
অতিথিদের মধ্যে আরও থাকবেন বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামাসহ জীবিত সব সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
স্থান পরিবর্তন ও অনুষ্ঠানঅনুষ্ঠানে অতিথির সংখ্যা নিয়ে উদ্বেগ থাকলেও ইনডোরে স্থানান্তরিত হওয়ার ফলে উপস্থিতির সংখ্যা কমতে পারে। ক্যাপিটল রোটুন্ডায় প্রায় ৬০০ জনের ধারণক্ষমতা রয়েছে। ট্রাম্প তার সমর্থকদের ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় সরাসরি সম্প্রচার দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
Advertisement
শপথ গ্রহণের প্রথম দিনই ট্রাম্প একাধিক নির্বাহী আদেশ সই করার পরিকল্পনা করেছেন। তার মধ্যে রয়েছে গণনির্বাসন কর্মসূচি এবং তেল খনন বৃদ্ধির প্রতিশ্রুতি।
সংগীত পরিবেশনঅনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্যারি আন্ডারউড এবং লি গ্রিনউডের মতো জনপ্রিয় শিল্পীরা। এছাড়া ‘ওয়াই.এম.সি.এ.’ গানে পারফর্ম করবেন ভিলেজ পিপল। গান গাইবেন কিড রক এবং বিলি রে সাইরাসও।
গালা ও র্যালিডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে তিনটি অফিসিয়াল গালায় (বিশেষ অনুষ্ঠান) অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি আরও এক ডজনেরও বেশি গালার পরিকল্পনা করা হয়েছে।
এছাড়াও, তিনি রোববার সন্ধ্যায় ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় একটি ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ভিক্টরি র্যালি’তে অংশ নেবেন।
সূত্র: এএফপিকেএএ/