খেলাধুলা

গেইলের পর ছক্কার যে রেকর্ড গড়লেন পোলার্ড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন আরও আগে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটও কমিয়ে দিয়েছেন। আইপিএল থেকেও অবসর নিয়েছেন ৩৭ বছর বয়সী কাইরন পোলার্ড। তবুও, এখনও খেলছেন কিছু টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি ক্রিকেট। যেখানে ব্যাট হাতে চাপে ফেলে দেন প্রতিপক্ষ বোলারদের।

Advertisement

দুবাইয়ে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দারুণ এক রেকর্ড গড়লেন তিনি। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন ক্যারিবীয় এই ক্রিকেটার।

ক্রিস গেইলের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০টি ছক্কা মারার কীর্তি গড়লেন কাইরন পোলার্ড। দুবাইয়ের আইএল টি-টোয়েন্টিতে তিনি খেলছেন এমআই এমিরেটসের হয়ে।

বৃহস্পতিবার ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে ম্যাচে পোলার্ড ২৩ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। মেরেছেন ৩টি ছক্কা। তার একটিতেই ৯০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে।

Advertisement

এমআইয়ের ইনিংসের ১৯তম ওভারে বোলার ছিলেন লকি ফার্গুসন। ওভারের প্রথম বলেই ছক্কা মারেন পোলার্ড। এটি ছিল তার ইনিংসের দ্বিতীয় ছক্কা। এই ছক্কাই তাকে পৌঁছে দিয়েছে মাইলফলকে। রেকর্ড গড়লেও দলকে অবশ্য জেতাতে পারেননি পোলার্ড। তার দল হেরেছে পাঁচ উইকেটে।

টি-টোয়েন্টি ক্রিকেটে সব চেয়ে বেশি ছক্কা মারা প্রথম চার ক্রিকেটারই ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বরেকর্ড গেইলের দখলে। ২০ ওভারের ক্রিকেটে তিনি ১০৫৬টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় স্থানে পোলার্ড। বৃহস্পতিবারের ম্যাচের পর তার ছক্কার সংখ্যা ৯০১।

তৃতীয় স্থানে থাকা আন্দ্রে রাসেলের ছক্কার সংখ্যা ৭২৭। চতুর্থ স্থানে রয়েছেন নিকলাস পুরান। তিনি ২০ ওভারের ক্রিকেটে ৫৯২টি ছয় মেরেছেন এখনও পর্যন্ত। উল্লেখ্য, পোলার্ড এখন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ।

আইএইচএস/

Advertisement