দেশজুড়ে

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড

শেরপুরে চেল্লাখালী নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১২টি মিনি ড্রেজারসহ বালু উত্তোলনসংক্রান্ত সরঞ্জামাদি নষ্ট করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

এসময় ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ বন বিভাগের কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন।

অভিযানে চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় বন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলার চাঁদগাঁও গ্রামের মবিনুর আলম (৩৬), নজরুল ইসলাম (৩৮) ও শাহজাহান মিয়া (৩৫), নন্নী গ্রামের বিল্লাল হোসেন (৪২), হাশমত আলী (৪৫), আন্ধারুপাড়া গ্রামের অনিল (৩২) এবং শেরপুর সদর উপজেলার কালিবাড়ি বাজারের সুরেশ চন্দ্র দাসকে (৪০) আটক করা হয়। পরে তাদের মধ্যে শাহজাহান ও অনিলের তিন মাস ও বাকি পাঁচজনের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

এসময় শ্যালো ইঞ্জিনচালিত ১২টি মিনি ড্রেজার, ৯টি স্থাপনা ও বেশ কিছু পাইপ নষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইমরান হাসান রাব্বী/এসআর/জেআইএম

Advertisement