বামপন্থি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বামপন্থি ছাত্র সংগঠনগুলো।
Advertisement
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে প্রক্টর অফিসের সামনে আসেন তারা। এ সময় প্রক্টর অফিসে না থাকায় অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
বামপন্থি শিক্ষার্থীরা এ সময় ‘ক্যাম্পাসে হামলা হয়, প্রক্টর কী করে’, ‘ছাত্রদের পুলিশ মারে, প্রক্টর কী করে’, ‘ ক্যাম্পাসে হামলা কেন, প্রক্টর জবাব চাই’, ‘জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভের এক পর্যায়ে সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি উপস্থিত হলে বিক্ষোভকারীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তারা প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
Advertisement
এনসিটিবির সামনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছিল বামপন্থি ছাত্র ও পাহাড়ি ছাত্র সংগঠনগুলো। এতে পুলিশের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। শিশু একাডেমির সামনে এ ঘটনা ঘটে। এতে পথচারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক সালমান সিদ্দিক জাগো নিউজকে বলেন, ‘গতকালের হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমাদের একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ছিল। আমরা শিক্ষাভবন মোড়ে পৌঁছানোর আগেই আমাদের ওপর কোনো সতর্ক ছাড়াই ও কোনো বাধা দেওয়া ছাড়াই গরম পানি নিক্ষেপ করে।’
তিনি বলেন, ‘এরপরই সেখানে কথা বলার কোনো সুযোগ না দিয়েই বেধড়ক লাঠিচার্জ শুরু করে। আমাদের নেতাকর্মীরা আহত অবস্থায় এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। একজন পথচারী পায়ে খুবই বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন।’
এমএইচএ/বিএ/এএসএম
Advertisement