কিশোরগঞ্জের হোসেনপুরে পরিমাপে কারচুপির দায়ে পেট্রোল পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
Advertisement
আদালত সূত্র জানায়, দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স ইশা ফিলিং স্টেশন পাম্পে তেলের ওজনের পরিমাপক যন্ত্রের মান পরীক্ষা করা হয়। সে সময় তেলের ওজনে কারচুপি পাওয়া যায়। এ অপরাধে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ম্যানেজার স্বপন মিয়া (৩৫) জরিমানা পরিশোধ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসকে রাসেল/আরএইচ/জেআইএম
Advertisement