রাজনীতি

আদালতে দোষী হলেও জনতার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বীর: নাছিম

বাংলাদেশের আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা হলেও জনতার আদালতে তারা বীর, এমন দাবি করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

Advertisement

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। ৫ আগস্টের পর এই প্রথম কোনো মেইল পাঠিয়েছে আওয়ামী লীগ। তবে এতে কারও সই ছিল না।

বিবৃতিতে নাছিম বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনূস সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইউনূস সরকারের করায়ত্ত করা আদালতে এসব নেতাকর্মীকে দোষী সাব্যস্ত করা হলেও জনতার আদালতে তারা বীর। তাদের প্রদর্শিত শক্তি ও সাহস আগামীর বাংলাদেশ বিনির্মাণের পাথেয় হয়ে থাকবে। আওয়ামী লীগ নির্যাতিত নেতাকর্মীদের এসব ত্যাগ-তিতিক্ষার কথা আজীবন স্মরণ রাখবে।’

আরও পড়ুনজুলাই-আগস্টে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব: ফখরুল জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে 

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীসহ গণতান্ত্রিক চেতনার মানুষের ওপর এসব অত্যাচার-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ সব রাজবন্দির মুক্তির দাবি জানাচ্ছি।’

Advertisement

আওয়ামী লীগের এ নেতা দাবি করেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়ন করে চলেছে ইউনূস সরকার। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নজিরবিহীন অত্যাচার-নির্যাতন, দমন-পীড়ন চালানো হচ্ছে। বেআইনিভাবে গণগ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী, কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের চেতনাধারণকারী প্রগতিশীল ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিকভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’

এসইউজে/কেএসআর