আইন-আদালত

বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তির অভিযোগ তদন্তে কমিটি

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ মোতাবেক স্বাধীন ও নিরপেক্ষ বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্তকাজ আগামী মার্চের মধ্যে সম্পন্ন হতে পারে বলে উচ্চ আদালতকে জানানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ মে দিন ঠিক করেছেন।

Advertisement

মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদ রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাদী। ডেসকোর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোখলেছুর রহমান এবং ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জুবায়ের রহমান।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাদী জাগো নিউজকে বলেন, বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয় যে, অভিযোগগুলোর তদন্তের জন্য উপযুক্ত বিশেষজ্ঞদের নিয়ে দুই মাসের মধ্যে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। এরই ধারাবাহিকতায় আমরা রিটকারীর পক্ষে একটি আবেদন করেছিলাম।

Advertisement

আরও পড়ুন

বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তি, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশভোগান্তিতে বিদ্যুতের প্রিপেইড মিটার গ্রাহকরা

ওই আবেদনের শুনানি নিয়ে আজ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আইনজীবী মোখলেছুর রহমান আদালতকে জানান, এরই মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং মার্চ মাসের মধ্যে তদন্ত সম্পন্ন হয়ে যেতে পারে।

কমিটি কত সদস্যের এবং কমিটিতে কারা আছেন- জানতে চাইলে রিটকারী আইনজীবী জানান, নির্দেশনার আলোকে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

এর আগে বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে বিষয়টি এক মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।

Advertisement

এ বিষয়ে করা রিটের শুনানি নিয়ে গত বছরের ১২ জুন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ বিশেষজ্ঞ কমিটি গঠনের এ আদেশ দেন।

আদালতে ওইদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন, অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাদী। তাদের সঙ্গে ছিলেন কামরুল হাসান রিগান, মো. জাকির হায়দার, ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এরও আগে গত বছরের ১১ জুন বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়। একই রিটে নতুন করে দায়ের করা সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন আদালত।

প্রিপেইড বৈদ্যুতিক মিটার চালু সত্ত্বেও গ্রাহকদের অতিরিক্ত ও গোপন চার্জ দেওয়ার অভিযোগ এনে বিলিং প্র্যাকটিস পর্যালোচনা এবং নীতি সংস্কারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত বছরের ৬ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল, কামরুল হাসান রিগান ও জাকির হায়দারের পক্ষে এ রিট করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাদী।

আরও পড়ুন

প্রিপেইড মিটারে গ্রাহকদের অসন্তোষ, তোপের মুখে বিদ্যুৎ কর্মকর্তারাভোগান্তির আরেক নাম প্রিপেইড মিটার

রিটে জরুরি ভিত্তিতে বিদ্যুতের বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সঙ্গে যোগাযোগ এবং নীতি সংস্কার করার দাবি জানানো হয়। এতে জ্বালানি ও বিদ্যুৎ সচিব, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, ডেসকো, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ও ডিপিডিসি কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।

এর আগে গত বছরের ২১ মে বিদ্যুতের প্রিপেইড মিটার সত্ত্বেও গ্রাহকদের অতিরিক্ত ও গোপন চার্জ দেওয়ার অভিযোগ এনে বিলিং প্র্যাকটিস পর্যালোচনার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে ২৬ মে’র মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এর ব্যত্যয় হলে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

এফএইচ/এমকেআর/জেআইএম