সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি দক্ষিণ বিল। দেশীয় প্রজাতির ছোট-বড় মাছের ভান্ডার এই বিলে প্রতিবছরের পহেলা মাঘ পলো বাওয়া উৎসবে মাতেন কয়েক গ্রামের মানুষ। উৎসবে যোগ দিতে আসেন প্রবাসীরাও। শৌখিন মাছ শিকারিদের জপজপ আওয়াজে বিলের পানিতে যেন ঝড় ওঠে।
Advertisement
প্রতিবছরের মতো এবারও বুধবার (১৫ জানুয়ারি) পলো বাওয়া উৎসবে মেতে ওঠেন বিশ্বনাথের মানুষ। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয় এই উৎসব।
স্থানীয়রা বলছেন, আড়াইশ বছর ধরে গোয়াহরি দক্ষিণ বিলে পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। পূর্ব পুরুষদের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়।
শৌখিন মাছ শিকারি যুক্তরাজ্যপ্রবাসী ফয়জুল হক বলেন, প্রতিবছর এই সময়টায় পলো বাওয়া উৎসবে যোগ দিতে দেশে আসি। আমাদের বাপ-চাচাদের আগের ঐতিহ্য ধরে রাখতে ও শখের বশে মাছ শিকার করতে এই আয়োজন।
Advertisement
স্থানীয়রা জানান, গোয়াহরি বিলে এই দিনটার জন্য কেউ আগে থেকে মাছ শিকার করেন না। তবে আগের মতো এখন আর এখানে বোয়াল, রুই ও চিতলসহ বড় বড় মাছ পাওয়া যায় না। তবুও পলো বাওয়া শেষে ভাগ্যবান অনেককেই বড় বড় মাছ নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।
আহমেদ জামিল/এসআর/জিকেএস