তথ্যপ্রযুক্তি

ফোনের ডাটা অনেকদিন ব্যবহার করতে যেসব বিষয় খেয়াল রাখবেন

মোবাইল ডাটা ব্যবহারের ক্ষেত্রে যদি আপনি দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট প্যাকেজ বা সীমিত ডাটা ব্যবহার করতে চান, তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকতে হবে। এতে করে ডাটা অপ্রয়োজনীয়ভাবে খরচ হবে না এবং এটি দীর্ঘ সময় ধরে চলবে।

Advertisement

দেখে নিন কোন বিষয়গুলোতে নজর রাখবেন-

অপ্রয়োজনীয় অ্যাপ এবং ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করুন

অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডাটা ব্যবহার করে, যা অপ্রয়োজনীয়ভাবে ডাটা শেষ করে ফেলে। আপনার ফোনের সেটিংস > ডাটা ইউজেস মেনুতে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডাটা সীমাবদ্ধ করতে পারেন। অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল বা নিষ্ক্রিয় করুন।

অটো-সিঙ্ক ফিচার বন্ধ রাখুন

বিভিন্ন অ্যাপ যেমন জি-মেইল, গুগল ড্রাইভ এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ অটো-সিঙ্ক চালু রাখে, যা ডাটা দ্রুত শেষ করে ফেলে। অটো-সিঙ্ক বন্ধ রাখতে সেটিংস > অ্যাকাউন্টস > অটো-সিঙ্ক ডাটা থেকে এটি বন্ধ করুন।

Advertisement

ভিডিও এবং স্ট্রিমিংয়ের ব্যবহার নিয়ন্ত্রণ করুন

ইউটিউব, নেটফ্লিক্স বা অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভিডিও দেখার সময় ডাটা অনেক দ্রুত শেষ হয়। ভিডিও স্ট্রিমিংয়ের রেজোলিউশন কমিয়ে (যেমন ১৪৪পি বা ৩৬০পি) দেখুন। স্ট্রিমিং এড়িয়ে সম্ভব হলে ডাউনলোড করে দেখুন।

ওয়াই-ফাই ব্যবহার করুন

অ্যাপ আপডেট এবং নতুন অ্যাপ ডাউনলোডের জন্য মোবাইল ডাটা ব্যবহার না করে ওয়াই-ফাই ব্যবহার করুন।

ডাটা সেভার মোড ব্যবহার করুন

গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজারে ডাটা সেভার মোড চালু করুন। এটি ইমেজ বা কন্টেন্ট কমপ্রেস করে কম ডাটা ব্যবহার করে।

সোশ্যাল মিডিয়া অ্যাপের সেটিংস পরিবর্তন করুন

ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং টিকটকের মত অ্যাপগুলো স্বয়ংক্রিয় ভিডিও প্লে করে, যা বেশি ডাটা খরচ করে। এই ফিচারটি বন্ধ করতে অ্যাপের সেটিংসে গিয়ে অটো-প্লে ভিডিওস অপশন বন্ধ করুন।

Advertisement

ডাটা ব্যবহারের সীমা নির্ধারণ করুন

ডাটা সাশ্রয়ের জন্য আপনার ফোনে একটি ডাটা লিমিট সেট করুন। সেটিংসে গিয়ে Set data warning/limit অপশন ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করুন।

পুশ বিজ্ঞাপন বন্ধ করুন

অনেক অ্যাপ পুশ বিজ্ঞাপন বা নোটিফিকেশনের মাধ্যমে ডাটা খরচ করে। অ্যাপ নোটিফিকেশন বন্ধ করতে সেটিংস > নোটিফিকেশনস থেকে পছন্দসই অ্যাপগুলো নিষ্ক্রিয় করুন।

আরও পড়ুন হোয়াটসঅ্যাপে আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখবেন যেভাবে  জুমের যে সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে 

কেএসকে/জিকেএস