বয়স ৩৭ পেরিয়েছে। ব্যাট হাতে ফর্ম ভালো যাচ্ছে না। অধিনায়ক হিসেবেও রোহিত শর্মা ব্যর্থতার পরিচয় দিয়েছেন সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে। ১০ বছর পর অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পরাজিত হয়েছে ভারত।
Advertisement
পুরো সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন রোহিত। এই কারণে সিডনিতে নিজেকে ড্রপ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তারপরেই শুরু হয় জল্পনা।একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, টেস্টে তার থেকে মুখ ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। তবে এসবের মাঝেই টেস্টের দ্বিতীয় দিনে ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে এক সাক্ষাৎকার দেন রোহিত। যেখানে তিনি দাবি করেন, তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি, নিজেই সরে গেছেন।
একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করেন যে, আপাতত অবসর গ্রহণের কোনও পরিকল্পনা নেই তার। তবে মুখে যতই এসব বলুন না কেন, বোর্ড যে তাকে আর চাইছে না তা একপ্রকার স্পষ্ট।
রোহিত শর্মা শেষ ১০টি ইনিংসে টেস্টে মাত্র ১৬৪ রান করেছেন, যা নিঃসন্দেহে যথেষ্ট হতাশাজনক। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তার পরিসংখ্যান তো খুবই বাজে। ৫ ইনিংসে মাত্র ৬.২ গড়ে মাত্র ৩১ রান করেছিলেন তিনি। এরই মাঝে আরও এক রিপোর্ট সামনে এসেছে।
Advertisement
ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন রোহিত। জুন মাসে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অধীনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেখানে রোহিতের দলে থাকার সম্ভাবনা খুবই কম।
এদিকে সাবেক ক্রিকেটাররাও রোহিতের সাক্ষাৎকারের পর বলেছিলেন অবসরের বিষয়টা তার হাতে নেই, বোর্ড যা চাইবে তাই হবে। অ্যাডাম গিলক্রিস্ট এক পডকাস্টে বলেছিলেন, ‘আমার মনে হয় না, রোহিত ইংল্যান্ড সফরে যাবে। আমার মনে হয় ও দেশে ফিরে নিজের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করবে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি তার শেষ হবে...এরপরে হয়তো তাকে আর ক্রিকেট খেলতে দেখা যাবে না।’
অনেকটা একই কথা বলেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর। তিনি বলেন, ‘অনেক ক্রিকেটার বলেন আমার ভবিষ্যৎ আমি নির্ধারণ করব- আমার এই কথাটায় আপত্তি রয়েছে। তুমি কবে অবসর নেবে, তা তুমি ঠিক করতে পারো। কিন্তু অন্য কেউ রয়েছে যে খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে তোমার ভবিষ্যৎ কী হবে তার সিদ্ধান্ত নিয়ে থাকে।’
এমএমআর/জিকেএস
Advertisement