জাতীয়

শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরলেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, গত পাঁচ মাসে শুল্ক আদায়ের ঘাটতি হয়েছে ৪২ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। আদায় হয়েছে ১ লাখ ২৬ হাজার কোটি টাকার কিছু বেশি। ২০২১ সালের পর থেকে বাংলাদেশের রাজস্ব (ট্যাক্স) ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) যে অনুপাত তা ক্রমশ কমেছে।

Advertisement

রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিং এ তিনি এ কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি।

সচিব শফিকুল আলম আরও বলেন, শুল্ক ও জিডিপির অনুপাতে বাংলাদেশে রাজস্ব আদায়ের হার বিশ্বের সবচেয়ে কম। এটি এমন একটি জায়গায় চলে যাচ্ছে যেটি আনসাসটেইনেবল।

Advertisement

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকার জনসমর্থিত, দেশবাসীর উপকারে কাজ করছে: নাহিদঅন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে যা বলেছিলেন সুপ্রিম কোর্ট

বাংলাদেশের উন্নতি ও মানুষের কল্যাণের জন্য শুল্ক ও জিডিপির অনুপাত একটি নির্দিষ্ট জায়গায় নিতেই হবে। সে প্রেক্ষিতেই কিছু শুল্ক আরোপ করা হয়েছে।

এছাড়া ভ্যাটের ক্ষেত্রে বিভিন্ন প্রকারভেদ ছিল। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ৩/৪ শতাংশ, কোনো কোনো পণ্যের ক্ষেত্রে আরও একটু বেশি ছিল। সরকার চাইছে, পুরোটিকে একটি নির্ধারিত ১৫ শতাংশে আনতে যাতে লিকেজ কমানো যায়।

এমইউ/এমএইচআর/জেআইএম

Advertisement