জাতীয়

ভারতের সঙ্গে সীমানা নির্ধারণে ৪ চুক্তিতে যা রয়েছে

বাংলাদেশ-ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে কয়েকটি চুক্তি রয়েছে। সেই চুক্তিতে কি বলা হয়েছে, সে বিষয়ে জানার অনেকেরই আগ্রহ রয়েছে।

Advertisement

রোববার (১২ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চুক্তির বিষয়ে কথা বলেন।

তিনি জানান, বিভিন্ন সময়ে উভয় দেশের মধ্যে মোট চারটি চুক্তি সই হয়। এসব চুক্তিতে যা রয়েছে এগুলো হলো-

১. ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ১৯৭৪( ব্রিফ অ্যান্ড ডিসপোজাল অব অনক্লেব অ্যান্ড ডিস্পুটেড ল্যান্ড)।২. জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন ফর বর্ডার অথরিটিজ ১৯৭৫ (বর্ডার ম্যানেজমেন্ট গাইডলাইন ৩. ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট প্রটোকল ২০১১ (এক্সচেঞ্জ অনক্লেব ডিসপোজাল অব ডিস্কপিউটেড ল্যান্ড)।৪. কোঅর্ডিনেশন বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান ২০১১ (বর্ডার পেট্রোলিং, ফ্ল্যাগ মিটিং অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং)।

Advertisement

এছাড়া বাংলাদেশ-ভারতের যুগ্ম সীমান্ত নির্দেশাবলী ১৯৭৫ সাল অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষা সামর্থতা সম্বলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এমইউ/জেডএইচ/