নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগপ্রাপ্ত সরকারি ৯১ আইন কর্মকর্তাকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
Advertisement
শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় এই আইন কর্মকর্তাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছানুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, সারাদেশের মধ্যে আমরাই প্রথম এই প্রশিক্ষণের আয়োজন করেছি। আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আইন কর্মকর্তারা উপকৃত হবেন। তারা আরও বেশি দক্ষতার পরিচয় বহন করবেন।
Advertisement
এর আগে গত ২৯ অক্টোবর নারায়ণগঞ্জে জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৯১ আইন কর্মকর্তা নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।
এমওএসআর/এমকেআর