চট্টগ্রামের সীতাকুণ্ডে পাচারকালে ৩০০ বস্তা টিএসপি সারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- দিনাজপুরের রবিউল (৩০), সাজ (৩৪), রাকিবুল (৩২) এবং চট্টগ্রামের পটিয়ার খলিল (৩২)।
Advertisement
শনিবার (১১ জানুয়ারি) উপজেলার বড়দারোগারহাট এলাকার মহাসড়ক থেকে সারগুলো জব্দ করার পর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পাচারে জড়িত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, একটি ট্রাকে ৩০০ বস্তা সার নিয়ে চারজন ব্যক্তি চট্টগ্রাম থেকে নীলফামারী যাচ্ছিল। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে বড়দারোগারহাট ওজন নির্ণায়ক স্কেল এলাকা থেকে ট্রাকটিকে আটক করে।
পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, সারগুলো নীলফামারী নিয়ে যাচ্ছে। ৩০০ বস্তা সার নিজেদের দাবি করলেও তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
Advertisement
এ বিষয়ে সীতাকুণ্ড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাদের গ্রেফতার দেখায় পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে পাচারকারীরা ৩০০ বস্তা টিএসপি সার পাচারের উদ্দেশে নীলফামারীতে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট স্কেল থেকে গাড়ি ও সারসহ চার যুবককে গ্রেফতার করা হয়।
পাচারকারীরা এই সার কোথায় পেয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানায় পুলিশ।
এমএমডি/এমকেআর
Advertisement