উন্নত চিকিৎসা নিতে গত বুধবার যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি বর্তমানে লন্ডনের একটি ক্লিনিতে চিকিৎসাধীন আছেন।
Advertisement
এরই মধ্যে লন্ডন সফরে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাতে লন্ডন পৌঁছান তিনি। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
আরও পড়ুন
তারেক রহমানের বাসায় তৈরি খাবার খাচ্ছেন খালেদা জিয়ামির্জা আব্বাসের এ সফর কতদিনের, জানতে চাইলে তিনি নিজেই বলেন, ‘বলা ডিফিকাল্ট। ম্যাডামের চিকিৎসার পরিস্থিতি বুঝে আমি ডিসিশন নেবো।’
Advertisement
তিনি বলেন, ‘ম্যাডামের চিকিৎসা হচ্ছে, এ কারণে এখানে আসছি। এটা দেখা দরকার ছিল, কেমন হচ্ছে।’
দেশের রাজনৈতিক অঙ্গনে ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়ে সম্প্রতি যে গুঞ্জন সে বিষয়ে জানতে চাইলে বিএনপির এই প্রভাবশালী নেতা বলেন, ‘মাইনাস টু ফর্মুলা বহু পুনোনো ফর্মুলা। এটা অকার্যকর। যে যতই চেষ্টা করুক এটা অকার্যকর ফর্মুলা।’
আরও পড়ুন
সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাসএর আগে সবশেষ গত ৭ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস।
Advertisement
কেএইচ/এমকেআর