রাজনীতি

তারেক রহমানের বাসায় তৈরি খাবার খাচ্ছেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তৈরি করা খাবার খাচ্ছেন। শুক্রবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে এমন মুহূর্তের একটি ভিডিও আপলোড করা হয়।

Advertisement

ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

ভিডিওতে তারেক রহমানকে হাতে খাবারের বক্স নিয়ে হাসপাতালে যেতে দেখা যায়। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান।  

আরও পড়ুন

Advertisement

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল

চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, লন্ডনের ‘লন্ডন ক্লিনিকে’ খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই চলছে। চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। নাতনি ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন বুধবার রাতে। গতকাল রাতে ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান। সারাদিন হাসপাতালে থাকছেন তারেক রহমান। তিনি পুরো চিকিৎসা তদারকি করছেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে খালেদা জিয়ার। কাল খুব হাসিখুশি দেখা গেছে ম্যাডামকে। দুই ভাবি ছিলেন গতকাল। মানসিকভাবে বেশ চাঙ্গা তিনি। রিল্যাক্স মুডে আছেন বলা যায়। চিকিৎসকরা বলছেন, মানসিকভাবে তাকে সুস্থ করা গেলে চিকিৎসা করা সহজ হবে। সে লক্ষ্যেই পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

Advertisement

৪ বছরে ৮ মাসই হাসপাতালে ছিলেন খালেদা জিয়া কবে দেশে ফিরছেন তারেক রহমান?

চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর তিনি আর কোনো বিদেশ সফর করেননি। এ সময়ের মধ্যে ছেলে তারেক রহমানের সঙ্গেও সরাসরি দেখা হয়নি তার।

উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিট) তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখানে তারেক রহমান ও জুবাইদা রহমানসহ দলের নেতারা তাকে স্বাগত জানান। এরপর বিমানবন্দর থেকে তিনি সরাসরি হাসপাতালে চলে যান।

কেএইচ/এমকেআর