‘শুভ্রতার স্পর্শে লালিত স্বপ্ন, বিকশিত হোক সত্যের ছোঁয়ায়’- এ স্লোগানে দক্ষিণ চট্টগ্রামের সাড়া জাগানো সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প প্রতিধ্বনি বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
Advertisement
শুক্রবার (১০ জানুয়ারি) লোহাগাড়া স্থানীয় মিলনায়তনে এ বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান থেকে বক্তারা আজকের অদম্য মেধাবীদের দেশপ্রেমের ক্ষেত্রেও অদম্য হওয়ার পরামর্শ দেন।
বৃত্তি প্রকল্পের পরিচালক আসিফুল্লাহ মো. আরমানের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. আতিয়ার রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মো. হায়দার আরিফ। বিশেষ অতিথি ছিলেন গার্ডিয়ান কালচার একাডেমির প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী।
প্রকল্পের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিধ্বনির সাবেক চেয়ারম্যান নুরুল হক, মাওলানা আহসানুল্লাহ, শাহাদাত হোসেন, হারুনুর রশিদ, প্রচ্ছদ প্রকাশনের পরিচালক আবু সুফিয়ান, সাংবাদিক আরফাত হোসাইন বিপ্লব ও প্রকল্পের আহ্বায়ক ডিএম আসহাব উদ্দিন প্রমুখ।
Advertisement
বক্তারা বলেন, এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধাবিকাশ, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে অবদান রেখে চলছে। প্রতিধ্বনির এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, প্রসার ও শিক্ষার্থীদের মেধাবিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা আরও বলেন, আজকের অদম্য মেধাবীদের দেশপ্রেমের ক্ষেত্রেও অদম্য হতে হবে। স্বাধীনতা রক্ষা, জনগণের অধিকার আদায়ে সবসময় অদম্য হতে হবে। আমরা না পারলে জনগণ হেরে যাবে, সত্যের পরাজয় হবে।
এমডিআইএইচ/এমকেআর
Advertisement