জাতীয়

শেখ হাসিনার জঙ্গি দমন বিশ্বে প্রশংসিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে জঙ্গি দমন বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।তোফায়েল আহমেদ বলেন, প্রতটি হত্যাকাণ্ডের তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখী করতে সরকার বদ্ধ পরিকর।তিনি আজ দুপুরে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে ‘দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে মোমেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল এসোশিয়েশনের মহাসচিব ড. ইকবাল আর্সনাল ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফাকচারার্স এসোসিয়েশন (বিজিএমইএ)’র সহ-সভাপতি মো. ফারুক হাসান প্রমুখ।আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বক্তব্য রাখেন।সেমিনারে তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি সাধিত হয়েছে। দেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।২০১৯ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বর্তমান বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার জন্যই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে।তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়ে জাতীয় পতাকাকে কলঙ্কিত করেছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।এএসএস/এআরএস/পিআর

Advertisement