ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে রেল চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ধলা স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে ধলা স্টেশনের আউটার এলাকা পর্যন্ত আসতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
ওসি বলেন, খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। এখনো (বিকেল সোয়া ৩টা) উদ্ধারকাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জিকেএস
Advertisement