অভিনেত্রী রিচি সোলায়মান। এক সময় নাটক নিয়ে প্রচুর ব্যস্ততা ছিল তার। দর্শকপ্রিয় নাটকের সংখ্যাও রয়েছে অনেক। তবে দীর্ঘ বছর ধরেই তিনি স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে রয়েছেন। গেল আগস্টে তিনি ফিরেছিলেন আট বছরের বিরতি শেষে।
Advertisement
গেল বছরের শেষপ্রান্তে এসে চালু করেছেন ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামে ব্যবসা প্রতিষ্ঠান। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণীতে অবস্থিত এই বিউটি লাউঞ্জের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।
এবার তিনি মনযোগী হচ্ছেন অভিনয়েও। বছরের শুরুতেই রিচি নতুন নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন। আগামী ৩ জানুয়ারি হবে সেই নাটকের শুটিং। ইমরাউল রাফাতের পরিচালিত এ নাটকের নাম ‘পরস্পর’। নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল।
নাটকটিতে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। রিচি বলেন, ‘গল্প এবং চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততাকে পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছে করে। পরস্পর গল্পটা ভালোলেগেছে আমার কাছে। যে কারণে কাজটি করতে যাচ্ছি।’
Advertisement
রিচি জানান, এরইমধ্যে আরো বেশকিছু স্ক্রিপ্ট তার হাতে এসে পৌঁছেছে। তিনি আগামী বছর নাটকে ব্যস্ত থাকবেন।
এলআইএ/জেআইএম