সাহিত্য

আবু ইসহাকের ‘সূর্য দীঘল বাড়ী’ দেখলো শিক্ষার্থীরা

রংপুরের পাঠাগার ভিত্তিক সংগঠন প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। ২৬ নভেম্বর পীরগাছা উপজেলার অন্নদানগর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Advertisement

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার ও স্থপতি মসিহউদ্দিন শাকের। বিশেষ আলোচক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেবুন নেসা।

আশিকুর রহমানের সঞ্চালনায় চলচ্চিত্র প্রদর্শনী শেষে আলোচনা করেন সূর্য দীঘল বাড়ী চলচ্চিত্রের নির্মাতা মসিহউদ্দিন শাকের। আলোচনায় তিনি তাঁর সিনেমা নির্মাণের গল্প বলেন।

আরও পড়ুন

Advertisement

বাংলা একাডেমি গবেষণা-বৃত্তির জন্য প্রস্তাব আহ্বান চর্যাপদ একাডেমির সভাপতি হলেন আয়শা আক্তার রুপা

মসিহউদ্দিন শাকের বলেন, ‘আমাদের নিয়মিত সিনেমা দেখতে হবে ও বই পড়তে হবে। বইপড়া, পাঠাগারে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমি বই পড়তে গিয়েই সিনেমা বানানোর অনুপ্রেরণা পেয়েছিলাম। আমি যদি আবু ইসহাকের উপন্যাস না পড়তাম, তাহলে এই সিনেমা হয়ে উঠতো না।’

প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা মীর রবি বলেন, ‘নিজেদের এগিয়ে নিতে বই পড়তে হবে, দেখতে হবে পৃথিবীর ভালো ভালো সিনেমাগুলো। নিজেকে, নিজের সমাজকে জানতে বুঝতে বইপড়া ও সিনেমা দেখা আমাদের জীবনের একটা অংশ হওয়া উচিত।’

প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের এই আয়োজনে সভাপতিত্ব করেন অন্নদানগর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ নূর আলম।

এসইউ/এমএস

Advertisement