দেশজুড়ে

কাজের সন্ধানে এসে কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুমিল্লার বুড়িচং সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

৬০ বিজিবি, সুলতানপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার রাতে ১০টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন২৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ বাংলাদেশে এসে ভারতে ফেরত যাওয়ার সময় সীমান্তে আটক মা-ছেলে 

আটক আরিফুল ইসলাম (২১) ভারতের ত্রিপুরার কলমচুড়া থানার নগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।

Advertisement

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সন্ধ্যা ৭টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন শংকুচাইল বিওপির টহলদলের সদস্যরা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক যুবককে আটক করেন। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি কাজের উদ্দেশ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন।জাহিদ পাটোয়ারী/কেএসআর