অর্থনীতি

এপ্রিলে রেমিটেন্স কমেছে প্রায় ৭০০ কোটি টাকা

মার্চের তুলনায় এপ্রিলে কমেছে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীদের আয় রেমিটেন্স। চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১১৯ কোটি ৭৪ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। যা গত মার্চ মাসে ছিল ১২৮ কোটি ৫৫ লাখ ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রবাসী আয় কমেছে ৮ কোটি ৮১ লাখ মার্কিন ডলার বা প্রায় ৭০০ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।প্রতিবেদন অনুযাযী, চলতি অর্থবছরের ১০ মাসে রেমিটেন্স এসেছে ১ হাজার ২২৫ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ কোটি মার্কিন ডলার কম। ওই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ১ হাজার ২৫৫ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার।এপ্রিল মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৬ কোটি ৪৯ লাখ ডলার। বিশেষায়িত খাতের ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ এক কোটি ১৯ লাখ ডলার। দেশীয় মালিকানাধীন বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮০ কোটি ৭১ লাখ ডলার। আর বিদেশি মালিকানার ব্যাংকগুলোর মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ এক কোটি ৩৩ লাখ ডলার। বরাবরের মতো এপ্রিলে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ ৩০ কোটি ৪২ লাখ ডলার। এসআই/এসকেডি/এবিএস

Advertisement