বলিউডের ‘পা’ ছবির ১৪ বছর বয়সী ‘অরো’ চরিত্রটির কথা মনে আছে নিশ্চয়। জীবন্ত কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ওই চরিত্রে অভিনয় করেছিলেন অনবদ্য। সেখানে দেখা গিয়েছিলো বিচিত্র রোগে আক্রান্ত অরো। যাকে বয়সের আগেই বার্ধক্য ঘিরে ধরেছিলো। ছবিটির অরোর মতোই বাস্তবের কিশোরের সন্ধান মিলেছিলো ভারতে। তার নাম নিহাল বিটলা। ২০০৯ সালে ‘পা’ ছবিটি মুক্তির পর থেকেই নিহালকে সবাই ‘অরো’ বলেই ডাকতে শুরু করে। বাস্তবের এই ‘অরো’র বয়সও ছিলো ১৪! কিছুদিন আগেই বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের সঙ্গে দেখা করে নিহাল উঠে এসেছিলো খবরের শিরোনামে। আমির খান তাকে ভালোবেসে বুকে টেনে নিয়েছিলেন। বলেছিলেন, ‘সব প্রতিকূলতাকে জয় করে বড় হতে হবে।’ নিহালও কথা দিয়েছিলো মাথা নেড়ে। জানিয়েছিলো অনেক স্বপ্ন আছে তার। সেগুলো পূরণ করে যেতে চায় সে। কিন্তু কথা রাখার সময় পেলো না সে। মাত্র ১৪ বছর বয়সেই পৃথিবীর সব মায়া ছিন্ন করে চিরতরে বিদায় নিতে হলো তাকে। গেল সোমবার, ২ মে রাতে নিহাল জন্মস্থান ভারতের তেলেঙ্গানার করিম নগরে মারা যায়। দীর্ঘদিন ধরে সে বাতের সমস্যায় ভুগছিল বলে জানা গেছে। সোমবার দুপুরে এক আত্মীয়ের বিয়েতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নিহাল। পড়ে তাকে হাসপাতালে নেয়া হলেও শেষরক্ষা আর হয়নি। জানা গেছে, মাত্র এক বছর বয়স থেকে নিহাল আক্রান্ত হয় প্রোগেরিয়া রোগে। এই রোগে মানবদেহ বয়সের চেয়ে দ্রুত বুড়িয়ে যেতে থাকে। শরীর শুকিয়ে যায়। শক্তি কমে আস বৃদ্ধদের মতোই। বার্ধক্যের সমস্যাগুলো অল্প বয়সেই দেখা দেয়। স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয়। তারচেয়েও বড় সমস্যা হয় মানসিক যন্ত্রণা। এই রোগে আক্রান্তরা সমাজে নানা রকম মানসিক নির্যাতনের শিকার হন। নিহালও শারীরিক সীমাবদ্ধতা নিয়ে ঠাট্টা সহ্য করতে না পেরে বেশ কয়েক বছর আগেই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তাকে খুব বেশি বাইরে আসতে দেখা যেত না। কিছুদিন আগে আমির খানের সঙ্গে দেখা করার ইচ্ছে পোষণ করে নিহাল। ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে গেল ডিসেম্বরে আমির খান নিহালের সঙ্গে দেখা করেন। সে সময় আলোচনায় উঠে আসে নিহাল। সত্যিকারের ‘অরো’র মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আমির খান। সেইসঙ্গে নিহালের নিষ্পাপ আত্মার শান্তি কামনা করেছেন তিনি।এলএ/এমএস
Advertisement