সাহিত্য

ফাতিন রাসাদ ইসলাম বন্ধনের দুটি কবিতা

মানচিত্র

Advertisement

এখন তুমি শুধুই তাকাওচোখে চোখ পড়লে কী যেন লুকাওচোখের মানচিত্র বদলে গেছে বলেচোখ ফেরালেই কি সব ভোলা যায়?

পথের শেষেও একটা পথ দাঁড়িয়ে থাকেএঁকেবেঁকে যতই যাক সে দূরেপথের গল্প কি পথিককে বাদ দিয়ে?

দীর্ঘশ্বাস জানে না নিজেকতটা দুঃখ সে লুকায় নীরবে!

Advertisement

****

বাবা

সেই বিকেল বেলা তোমার আঙুল ধরে হাটে যাওয়া,মেলাতে গিয়ে পেট ভরে দই আর রসগোল্লা খাওয়া,তোমার রক্তে আমার জন্ম শাসনে বেড়ে ওঠা,তোমার আশীর্বাদেই টানছি আমার জীবনতরীর বৈঠা।

নতমস্তকে তোমার চরণধূলি মেখে করি নমস্কার, তুমি সাহস তুমি প্রেরণা আমার নিত্য অহংকার, প্রতিটা কোষে আঁকা তোমার অস্তিত্বের পদচিহ্ন, ভালোবাসি শুধু ভালোবাসি তোমায় তুমি চির অনন্য।

Advertisement

আজ তুমি নেই তবু আছো এই গহীন মনে,তোমার কথা মনে করে অশ্রু চোখের কোণে,খুব সকালে তুমি ঘুম ভাঙাতে আদর করে মাথায়,সেগুলো তো স্মৃতি শুধু এখন মনের পাতায়।

শুনি না তো বাবা তোমার সেই দরাজ গলা,দেখি না তো বাবা তোমার সেই ছুটে চলা,কভু হয়নি বলা যে কথাটি আজ শুনে নাও বাবা, ভালোবাসি তোমায়, তুমি যে আমার প্রিয় বাবা।

কবি: শিক্ষার্থী, একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ, নৌবাহিনী কলেজ, ঢাকা।

এসইউ/জেআইএম