শিক্ষা

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে সিটি কলেজে বিক্ষোভ

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে সিটি কলেজে বিক্ষোভ

ঢাকা সিটি কলেজের স্বঘোষিত অধ্যক্ষ কাজী নেয়ামুল হকের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস।

Advertisement

মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এইচএসসি ২৬তম ব্যাচের কিছু শিক্ষার্থীর উদ্যোগে কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের বাইরে বিক্ষোভ করেন। পরে কলেজ কর্তৃপক্ষের আহ্বানে একাদশ শ্রেণির প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। তাদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরাও ভেতরে প্রবেশ করেন।

প্রবেশের কিছুক্ষণ পর, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শিক্ষকদের কমনরুমের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কিতে দুই শিক্ষার্থী কাচের জানালায় ধাক্কা লেগে আহত হন। আহতরা হলেন- মেহেদী হাসান তানিম ও অপু। দুজনই এইচএসসি ২৬ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Advertisement

বিক্ষোভকারীদের দাবি, কাজী নেয়ামুল হক নিজেকে স্বঘোষিত অধ্যক্ষ দাবি করে কলেজ পরিচালনায় স্বেচ্ছাচারিতা করছেন। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা।

ঘটনার জেরে কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করে। আন্দোলনরতদের একাংশ বর্তমানে কলেজের ভেতরে অবস্থান করছে, অন্যদিকে সাবেক শিক্ষার্থীদের একটি দল কলেজের বাইরে একত্র হয়েছে।

কলেজ সংলগ্ন সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, তবে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি৷

Advertisement

এনএস/জেএইচ/জেআইএম