তথ্যপ্রযুক্তি

১১০ সিসির সিএনজি বাইক আনছে বাজাজ

বিশ্বের অন্যতম জনপ্রিয় বাইক নির্মাতা সংস্থা বাজাজ। একের পর এক এক বাইক আনছে। এবার ১১০ সিসির একটি সিএনজি বাইক আনছে সংস্থাটি। বর্তমানে যেখানে বৈদ্যুতিক বাইকের জনপ্রিয়তা তুঙ্গে, সেখানে সিএনজি চালিত বাইক আনছে বাজাজ। এটিই বাজাজের প্রথম সিএনজি বাইক।

Advertisement

এরই মধ্যে বাইকের কিছু প্রোটোটাইপ ও বানিয়ে ফেলেছে সংস্থাটি। বাইকের নাম থাকতে পারে 'বারজার ই১০২ সিএনজি'। শোনা যাচ্ছে, আগামী বছরই ভারতে বাইকটি বিক্রি শুরু করতে পারে বাজাজ।

কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের পাশাপাশি, এথানল চালিত বাইকের সংখ্যাও বাড়াতে চাইছে সংস্থাটি। গ্রাহকেরা যাতে নূন্যতম জ্বালানি খরচ দু চাকা চালাতে পারে, সেই লক্ষ্যই নিয়েছে বাজাজ অটো।

আরও পড়ুন: নতুন ম্যাক্সি স্কুটার আনছে ইয়ামাহা 

Advertisement

গত কয়েক বছর ধরে বায়ু দূষণ কমানো এবং ইমপোর্ট বিলের খরচ কমানোর জন্য গাড়ি নির্মাণে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তিন চাকাতে বাজাজ সিএনজি ও এলপিজি-এর ব্যবহার এনেছে। তাই আজ যাত্রীবাহী তিন চাকার গাড়িতে ৯০ শতাংশ বাজার বাজাজের। সেই সাফল্য থেকেই দুই চাকায় সিএনজি ব্যবহারের পরিকল্পনা নিয়ে এসেছে তারা।

প্রতি বছর এই বাইকের ১ থেকে দেড় লাখ ইউনিট উৎপাদন করবে সংস্থা। তবে সম্প্রতি সেই পরিকল্পনা বদলেছে বাজাজ। তাদের লক্ষ্য প্রতি বছর ২ লাখ সিএনজি বাইক উৎপাদন করা। তবে এর দাম কত হতে পারে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র: হিন্দুস্থান অটো

কেএসকে/জিকেএস

Advertisement