চলতি বছরের হজ কার্যক্রম পরিচালনায় এক হাজার ২৩টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার। রোববার ধর্ম মন্ত্রণালয় ওই এজেন্সির একটি তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশে প্রায় এক হাজার ৪০০ হজ এজেন্সি রয়েছে; যার মধ্যে অনিয়মের অভিযোগে ১০২টি এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারছে না। হজ যাত্রীদের সুবিধার্থে অনুমোদন পাওয়া এজেন্সিগুলোর তালিকা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। সরকারি-বেসরকারিভাবে হজে যেতে এবার প্যাকেজ-১ খরচ ধরা হয়েছে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। আর প্যাকেজ-২ এ খরচ পড়বে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ হওয়ার কথা রয়েছে। সৌদির সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১ লাখ এক হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজে যেতে পারবেন। জেএইচ/এমএস
Advertisement