সাহিত্য

একটি স্বাধীনতা এবং নতুন সূর্য

আলাউদ্দিন হোসেন

Advertisement

একটি স্বাধীনতা

সবুজ মাঝে লাল সূর্যকোটি মুখে হাসি,রক্তেমাখা বিজয় নিশানঅবাক বিশ্ববাসী।

বাংলাজুড়ে হই-হুল্লোড় লাল-সবুজে জয়,বীর বাঙালি চির অমরচির অকুতোভয়।

Advertisement

রক্ত দিয়ে জীবন দিয়েসবুজ মাঝে লাল,মুক্তাকাশে স্বাধীনচেতাকোটি বাঙালির পাল।

****

নতুন সূর্য

মার্চ মানে সারাবাংলারক্তে রঙিন মালা,মার্চ মানে বাঙালিরযুদ্ধ জয়ের পালা।

Advertisement

মার্চ মানে বোমা-বারুদ গর্জে ওঠা শক্তি,মার্চ মানে দেশ বাঁচাতেমনেপ্রাণে ভক্তি।

মার্চ মানে লক্ষ বাঙালিবিলিয়ে দেওয়া প্রাণ, মার্চ মানে মুজিব কণ্ঠনতুন দিনের গান।

এসইউ/এমএস