অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে কবি আসিফ মামুনের কবিতার বই ‘মায়াবী সন্ধ্যায় চিরদিন’। প্রেম, প্রকৃতি, বাস্তবতা, বিরহ ও বিদ্রোহের মিশেলে রচিত বইটিতে গদ্য ও ছন্দ মিলে মোট ৫০টি কবিতা আছে।
Advertisement
বইটি প্রকাশ করেছে সরলরেখা প্রকাশনা সংস্থা। স্টল নম্বর ৩৫৬। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। নামলিপি আরিফুর রহমান। মূল্য ২৬৮ টাকা।
আসিফ মামুন বলেন, ‘বইটিতে মোট ১৫টি গদ্য কবিতা ও ৩৫টি ছন্দ কবিতা আছে। সহজ-সাবলীল ভাষা এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত পরিচিত শব্দচয়নের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বোধগম্য করে কবিতাগুলো উপস্থাপন করা হয়েছে। এটি প্রিয়জনকে উপহার দেওয়ার মতো একটি বই।’
আরও পড়ুন: বইমেলায় সালাহ উদ্দিন মাহমুদের দশম বই
Advertisement
২০১১ সালে আসিফ মামুনের প্রথম ছড়ার বই ‘প্রভাতপাখির গান’ প্রকাশ হয়। এরপর প্রকাশ হয়েছে কিশোর কবিতার বই ‘রুপালি রোদ্দুর’ (২০১৩), অনুকাব্য ‘অতঃপর বসন্ত’ (২০১৩) এবং কাব্য ‘মেঘের কাগজে রংধনু’ (২০১৪)।
আসিফ মামুনের জন্ম পিরোজপুরের নেছারাবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত।
এসইউ/জেআইএম
Advertisement