তথ্যপ্রযুক্তি

জিপিএস ট্র্যাক করা যাবে নতুন স্মার্টওয়াচে

প্রতিনিয়তই বাড়ছে ওয়্যারলেস ডিভাইসের চাহিদা। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা বেড়েছে স্মার্টওয়াচের।ব্লুটুথ কানেক্ট করা যায় স্মার্টফোনের সঙ্গে। এরপর স্মার্টফোনের যাবতীয় নোটিফিকেশন পাবেন আপনার স্মার্টওয়াচেই। এছাড়াও অসংখ্য ফিটনেস ফিচার রয়েছে। এর হেলথ ফিচারের সাহায্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, হার্ট ব্লকেজ, অসামঞ্জস্য ব্লাড প্রেসার লেভেল বা থাইরয়েডের উপসর্গ জানা যায়।

Advertisement

অসংখ্য ছোট বড় সংস্থাগুলো একের পর এক স্মার্টওয়াচ নিয়ে হাজির হচ্ছে। এবার ভারতের বাজারে পেবল কসমস এনগেজ। এই স্মার্টওয়াচে রয়েছে অ্যাপেল ওয়াচ আলট্রার মতো ডিজাইন। একই ডিজাইনের পাশাপাশি সামঞ্জস্য রয়েছে মেটাল কেস এবং স্ট্রাইকিং অরেঞ্জ স্ট্রাইপের ক্ষেত্রেও।

পেবল কসমস এনগেজ স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৯৫ ইঞ্চির আইপিএস অলওয়েজ অন ডিসপ্লে যা আয়তাকার। এই স্মার্টওয়াচ একটি IP67 রেটিং প্রাপ্ত Water and Dust Resistant ডিভাইস। অ্যাপেল ওয়াচ আলট্রার মতো এই স্মার্টওয়াচের ডানদিকে রয়েছে একটি লার্জ ক্রাউন ডিজাইন এবং বাঁদিকে রয়েছে ফাংশন বাটন।

স্মার্টওয়াচটিতে পাবেন ব্লুটুথ কলিং ফিচার। এছাড়াও রয়েছে এআই ভয়েস অ্যাসিসট্যান্ট, ওয়্যারলেস চার্জিং ফিচার, স্লিপ ট্র্যাকার, হেলথ ফিচার। আরও রয়েছে বেশ কিছু সেনসর। যেমন- ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপের জন্য রয়েছে সেনসর। এছাড়াও ব্লাড প্রেশার এবং হার্ট রেট পরিমাপের জন্যেও রয়েছে বিভিন্ন সেনসর।

Advertisement

একাধিক স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। ইউজারের অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্যেও রয়েছে ফিচার। আর রয়েছে সিলিকন স্ট্র্যাপ। এই স্মার্টওয়াচে যে ব্যাটারি রয়েছে সেখানে একবার চার্জ দিলে চার থেকে পাঁচদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা।

স্যালামান্ডার অরেঞ্জ, স্টারলাইট, মিডনাইট ব্ল্যাক এবং সেলেস্টিয়াল ব্লু- এই চার রঙে স্মার্টওয়াচটি বেছে নিতে পারবেন। ভারতীয় বাজারে স্মার্টওয়াচটির দাম থাকছে ৭ হাজার ৪৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা পড়বে মাত্র ৯ হাজার ৬৭৩ টাকা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

Advertisement