তথ্যপ্রযুক্তি

বড়দিনে প্রিয়জনকে যেসব গ্যাজেট উপহার দেবেন

বিশেষ দিনে বিশেষ মানুষকে খুশি করতে নানান উপহার দিয়ে থাকে। তবে প্রিয় মানুষকে উপহার দিতে কোনো দিন ক্ষনের প্রয়োজন হয় না। তারপরও উৎসবের দিনকে আরও একটু রঙিন করতে উপহার দিতেই পারেন প্রিয়জনকে। আসছে বড়দিনে পরিবার, বন্ধু এবং প্রিয় মানুষগুলোকে কী কী উপহার দেবেন ভেবেছেন কিছু?

Advertisement

গতানুগতিক চকলেট, কেক, জামাকাপড় না দিয়ে গ্যাজেট উপহার দিতে পারেন। প্রযুক্তির এই বিশ্বে গ্যাজেট ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। নানান ধরনের গ্যাজেট আমাদের দৈনন্দিন জীবনের কাজ সহজ করে তুলেছে। চলুন এমনই কিছু বাজেটের মধ্যে গ্যাজেট দেখে নেওয়া যাক-

স্মার্টফোনআপনার বাজেট যদি মোটামোটি বেশি হয় তাহলে স্মার্টফোন প্রথম পছন্দে রাখতে পারেন। বড়দিন এবং নববর্ষ সামনে রেখে সব কোম্পানিই তাদের লেটেস্ট মডেলের স্মার্টফোনগুলো লঞ্চ করে। কিংবা প্রিয়জনকে তার পছন্দের ব্র্যান্ডের স্মার্টফোন উপহার দিতে পারেন।নতুন একটি স্মার্টফোন আপনার প্রিয়জনের জন্য বিশেষ দিবসের উপহার হিসেবে হতে পারে অতুলনীয়।

ব্লুটুথ স্পিকারপ্রিয় মানুষটি যদি গান শুনতে পছন্দ করে তাহলে নিশ্চিন্তে একটি বুটুথ স্পিকার উপহার দিতে পারেন। এখন সস্তায় অনেক ব্লুটুথ স্পিকারেই দুর্দান্ত সাউন্ড পাওয়া যায়। গান শোনা ছাড়াও এই স্পিকারগুলো থেকে কলিং ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যায়। দুই হাজার থেকে পাঁচ হাজারের মধ্যেই বিভিন্ন ব্র্যান্ডের ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন।

Advertisement

স্মার্টওয়াচগ্যাজেটপ্রেমীদের কাছে স্মার্টওয়াচ একটি দুর্বলতার জায়গা। এমন মানুষ এখন খুঁজে পাওয়া কষ্ট যারা স্মার্টওয়াচ পছন্দ করেন না। আপনার প্রিয়মানুষটিকে উপহার দিতে পারেন একটি স্মার্টওয়াচ। আপনার প্রিয় মানুষটির স্বাস্থ্য, ফিটনেসের দিকেও খেয়াল রাখবে এই স্মার্টওয়াচ। এছাড়াও স্মার্টফোনের কল কিংবা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, ওয়েদার আপডেট সবই পাওয়া যাবে স্মার্টওয়াচে।

ক্যামেরা অ্যাকসেসারিজআপনার সঙ্গী বা বন্ধু যদি সোশ্যাল মিডিয়ায় খুব একটিভ হয়ে থাকে তাহলে ক্যামেরা অ্যাকসেসারিজ উপহার দিতে পারেন। ইউএসবি লাইট অথবা একটি ফোন হোল্ডার সহ ট্রাইপড কিনে নিতে পারেন। কম বাজেটের মধ্যেই এই অ্যাকসেসরিজগুলো পেয়ে যাবেন খুব সহজে।

ব্লুটুথ গেমপ্যাডসম্প্রতি অনলাইন গেমিংয়ের জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। প্রায় সবাই অনলাইনে কম বেশি গেম খেলতে পছন্দ করেন।আপনার সঙ্গী যদি গেম খেলতে পছন্দ করেন তাহলে তাকে উপহার দিতে পারেন একটি ওয়্যারলেস গেমপ্যাড। ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের সঙ্গে এই গেমপ্যাড কানেক্ট হবে। ফলে গেম খেলার সময় তারের ঝামেলা থেকে মুক্তি মিলবে।

ভিআর হেডসেটভার্চুয়াল রিয়েলিটির জনপ্রিয়তাও দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি মেটা মানুষের ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আগ্রহ বাড়াতে বেশ কিছু ভিআর সেট এনেছে বাজারে। এই সময় প্রিয় মানুষটির জন্য আদর্শ উপহার হয়ে উঠতে পারে একটি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট। এই ধরনের হেডসেট মাথায় পরে ভার্চুয়াল দুনিয়ায় প্রবেশ করা যাবে।

Advertisement

সূত্র: জেডডিনেট

কেএসকে/জিকেএস