শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেচর ইউনিয়নের ঘাটকুল আব্দুল মান্নান মল্লিক কান্দি গ্রামে প্রেমিক যুগলকে মধ্যযুগীয় কায়দায় শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, কুন্ডেচর ইউনিয়নের ঘাটকুল আব্দুল মান্নান মল্লিক কান্দি গ্রামের আসমত আলী খাঁর ছেলে স্বপন খাঁ (১৮) এর সঙ্গে একই গ্রামের সোনা মিয়া ছৈয়ালের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে আইরিন আক্তারের (১৩) প্রেমের সম্পর্ক ছিল। গত ৯ ফেব্রুয়ারি তারা নতুন জীবন গড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন মেম্বার কামাল হোসেন ও সুলতান মল্লিকের কাছে প্রেমিক যুগল ধরা পড়ে। পরে কামাল হোসেন ও সুলতান মল্লিক যৌথভাবে তাদের অভিভাবকদেরকে খবর দেন। অভিভাবকদের আসতে দেরি হওয়ায় স্থানীয় মেম্বার কামাল হোসেন ও সুলতান মল্লিকের নেতৃত্বে স্থানীয় কুন্ডের চর আব্দুল মান্নান মল্লিক কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বিচার কাজ শুরু করেন। এক পর্যায়ে প্রেমিক যুগলকে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতনই করেননি, তাদের জুতোর মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে প্রেমিক যুগল শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আজ প্রায় ১৪ দিন যাবত তারা অসুস্থ থাকায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয় এবং ঘটনাটি প্রশাসনের নজরে আসে।প্রেমিক যুগলের অভিভাবক আসমত আলী খাঁ বলেন, প্রেম তো খারাপ কিছু নয়। আমার ছেলে গ্রামের একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে যার কারণে কামাল মেম্বার আমার ছেলে এবং মেয়েটাকে বেদম মারধর করেছে এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছে। যা আমি মেনে নিতে পারিনি। আমি এর সুষ্ঠু বিচার চায়।এ ব্যাপারে স্থানীয় মেম্বার কামাল হোসেনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এলাকায় অসামাজিক কার্যকলাপ করার কারণে তাদের সামাজিকভাবে বিচার করা হয়েছে। আমি তাদের নির্যাতন করিনি।এ ব্যাপারে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।ছগির হোসেন/এসএস/আরআইপি
Advertisement