সাহিত্য

শায়লা জাবীনের কবিতা: যাযাবর ও ঘুণ

যাযাবর

Advertisement

খুউব ইচ্ছে করে রিক্ত হৃদয়ে বেরিয়ে যাই দূরান্তরেযাযাবরের জীবন যেমন আজ এখানে কাল তেপান্তরসুতোর বাঁধন কেটে দিয়ে বিনি সুতোর মায়া উপেক্ষা করেউদোম পায়ে হেঁটে হেঁটে হাজার নিযুত মাইল পেরিয়ে

অনেক তো হলো, আর কত এইসব দিন-রাত্রিএকঘেয়ে নিরামিষ চাখতে দেখতে বড় অভক্তিস্রষ্টার নিয়মের বেড়াজাল আপনজনের মায়াজাল অধিকতর বিশৃঙ্খল সমাজের মানুষ সকলখালি দলাদলি বিলাপ, গড়াগড়ি, কাঁদা ছোড়াছুড়ি লাজলজ্জা ভদ্রতার কোনো বালাই নেই কোথাও শ্বাস রুদ্ধ হয়ে আসে, কোথাও কি শুদ্ধ বাতাস আছে?ধুলোবালি নুড়ি পাথর ছাড়িয়ে, অ্যাসিড বৃষ্টি এড়িয়েকদাচিত পথিমধ্যে ঘাসফুলের বিদ্রোহী গলা সরিয়েঅমাবস্যার আঁধার, বাদুড়ের সজাগ চাহনী বদ্ধ জলাশয়সাঁতরে পাড়ি দেবো কৈ মাছের প্রাণপিছুটান পিছে ফেলে সামনের পথে আগুয়ান

শোনো বাদামি চোখের ছেলেতোমার অপেক্ষা করছে না আর বাদামি চোখের মেয়ে শুনে রেখো মন খুলেবিবাগী অন্তর আর বসে না আড়ংয়ের সংসারে দায়িত্ব কর্তব্য ভাগ বাটোয়ারা...শাড়ি গহনা সব নিয়ে যা তোরাআমার শুধু চিত্রা হরিণ মেঘ বৃষ্টি চাই কাঠঠোকড়া যুগ যুগ ধরে ঠোকর কেটে গেছে বুলবুল সাথী হতে চায়, ময়না বেশি বলে মিছে ঈগল কেন তীক্ষ্ণ নজর মেলে উড়ে উড়ে পালায়

Advertisement

শুকসারি গুড় পাটালি চৈতালি বাতাস তবুও মন খুঁজে ফেরে দক্ষিণা হাওয়া ছন্নছাড়া হিমালয় চূড়া, ঝরনার কান্নানা না না কিচ্ছু চাই না...

তোমার হাসি আমার কান্না ফেলে দিলাম রিসাইকেল বিনে রাম শাম যদু মধু চন্দ্রিমা আর বিদিশার জাদু

ঘন আঁধারে বন-জঙ্গলে ঝাঁকে ঝাঁকে জোনাকি ঠেলেঅশ্বত্থ গাছের বেদীমূলে বসে ধ্যানে মজে যেতে চাই এনেছি আমার শত জনমের সাধভবঘুরে জীবন চাইধ্যানমগ্নতা হেথায় সেথায়নিরঙ্কুশ স্থবিরতায় মহাকালের নিস্তব্ধতায়দোহাই লাগে মনে রেখো না কেউ আমায় হাজার হাজার বছর পরেও আমি যাযাবর জীবন চাই...

****

Advertisement

ঘুণ

জগতের মাঝে এক নিঃশব্দের ঘোরতোমায় নিয়ে যাবে অন্তরের ভেতরঘুণ পোকার মতো কুড়ে কুড়ে খাবে কারোর কিছুই না আসবে যাবে...

অস্থি মজ্জা রুবী পান্না দুঃখ বেদনা মরা কান্নাচৌকাঠ ঢোল উঁইয়ের জ্বালায় আবলুস কাঠ গুড়ো গুড়ো হয়ে লুটায় চোখে পড়ে দন্তবিকশিত হাসিদীর্ঘশ্বাসরা পালিয়ে বেঁচে যায়

কেবল প্রেমেই কিছুটা স্বস্তি...আনন্দ বেদনা কাটাকাটি দুঃখ-কষ্টের মিশেলে অদ্ভুত প্রাপ্তিভালোবাসা যে ফিনিক্স পাখি,পুড়ে যায় তবুও মরে নাপ্রাণ নিয়ে ধরা দেয় না...

ভালোবাসা তো দাবানল নয়ভীষণ এক মায়া,প্রাপ্তি অপ্রাপ্তি আমলে নিলেমিলবে না তো ছায়া...

প্রবোধবিহীন জীবনআনন্দে ভাসি যখন তখন সহ্য করতে বড্ড জ্বালাঅবিরত মুখভার...দৃষ্টি দূরে কোথাও

ঘুঙুরে ধুলো জমে যায় তানপুরা অস্পৃশ্য পড়ে রয় না চাইতেই গলার স্বর ক্ষয় সকলে আনন্দে গা ভাসায়...

তাই আমি দুঃখ ফেরি করিসুখগুলোকে আড়াল করে কেঁদে কেটে মরিপাছে কেউ সুখ দেখে মোরহিংসায় ডুবে যায় তাহলে যে দু’ছটাক সুখও পালিয়ে যাবে হায়।

এসইউ/জেআইএম