টিভি, ডেস্কটপ বা নানা ধরনের গ্যাজেট বাড়িতে ব্যবহার করা হয়। তবে নিয়মিত পরিষ্কার করার সময় হয়ে ওঠে না অনেকের। এক্ষেত্রে ১৫ দিনে একবার বা মাসে একবার পরিষ্কার করে নিন। বিশেষ করে স্ক্রিন পরিষ্কার রাখা খুবই জরুরি। স্ক্রিন যত পরিষ্কার থাকবে ততই আপনার কাজ করতে সুবিধা হবে।
Advertisement
চলুন জেনে নেওয়া যাক কীভাবে খুব সহজে টিভি বা ডেস্কটপের স্ক্রিন পরিষ্কার করা যায়-
>> টিভি, কম্পিউটারের মনিটর পরিষ্কার করতে প্রথমেই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে নিন।
>> এবার নরম সুতি কাপড় দিয়ে মুছে নিন। সবচেয়ে ভালো হয় মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা। এই ধরনের কাপড় টিভি স্ক্রিন থেকে আঙ্গুলের ছাপ এবং দাগ দূর করতে খুবই সাহায্য করে।
Advertisement
>> কখনোই কাপড় বা টিস্যু দিয়ে ঘষাঘষি করা যাবে না। আলত হাতে স্ক্রিন মুছে নিন।
>> স্ক্রিনে সরাসরি লিকুইড স্প্রে করা উচিত না। প্রথমে আপনি যে মাইক্রোফাইবার কাপড় বা যে কাপড় দিয়ে স্ক্রিন পরিষ্কার করতে চাইছেন সেটি উপর লিকুইড স্প্রে করুন। তারপর স্ক্রিন মুছে নিন।
>> অতিরিক্ত স্প্রে করলেও টিভির ক্ষতি হতে পারে। অ্যামোনিয়া, অ্যালকোহল বা অ্যাসিটোনযুক্ত পণ্য ব্যবহার করা উচিত নয় কারণ এতে অ্যান্টি-গ্লেয়ার আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে।
>> টিভি স্ক্রিন পরিষ্কার করার সময় প্রথমে এক দিকে মোছা উচিত এবং দ্বিতীয়বার বিপরীত দিকে করা উচিত। এতে স্ক্রিনে মোছার দাগ পড়ে থাকবে না।
Advertisement
সূত্র: সিনেট
কেএসকে/এমএস