সাহিত্য

বাঁকার বাঁকে বাঁকে

ঘাড়ত্যাড়া একরোখা জগলু,তার ঘাড়ের রগটি বাঁকা!বাঁকা বাঁকা কথা বলে সে,যা নয়কো মোটেই ফাঁকা!

Advertisement

বাঁকা কথায় বন্ধু বেঁকো না,ধরার সুন্দর সবই বাঁকা!নদীর বাঁকা তীর সুন্দর,তেমনি রাতের রাকা!

শিশুর বাঁকা হাসি সুন্দর,দেখে গলে পাষাণেরও মন!আকাশে বাঁকা রংধনু দেখেসবার মন হয় চনমন!

শঙ্খ-সানাই, বীণ-বীণা বাঁকা,বাঁকা নজরুলের ঝাকড়া চুল!রবি ঠাকুরের দাড়ি বাঁকা,বাঁকা লাল ঝুমকা ফুল!

Advertisement

প্রেয়সীর বাঁকা কাঁখ সুন্দর,অতি সুন্দর বক্ষ বিদারণ!তার বাঁকা চাহনি সুন্দর।সুন্দর বাঁকা দুলের নাচন!

বাঁকা চিবুক, বাঁকা গ্রীবা,সবই অনিন্দ্য সুন্দর!বাঁকা কথায় নিত্য খুন হয়প্রেম পিয়াসীর অন্তর!

নখ-নাক-চুল, হাতের রেখাসব বাঁকায় ভরপুর!বাঁকা ঠোটে আগুন ঝরে;সাহিত্য রস টইটম্বুর!

কৃষাণের হালের লাঙল বাঁকা,বাঁকা নদীর বাঁক-মৌচাক!চোখের নজর, জিভের জল,টানে বাঁকা শিং-চিংড়ির ঝাঁক!

Advertisement

লতা বাঁকা পাতা বাঁকাবাঁকা ময়ূরপঙ্খী নাও!অশ্রু বাঁকা, হৃদয় বাঁকা,বাঁকা জল-জলাঙ্গীর ঢেউ!

প্রিয়ার হাসি দেখতে ভালোআয়েশে বাঁকা হয়ে বসে!বাঁকা বাঁকে শিল্পের মেলা,বুঝছি তাঁকে ভালোবেসে!

সেতু বাঁকা, সুর বাঁকাবাঁকা মুরলী বাঁশের বাঁশি!সবচেয়ে দুঃখের বাঁকা কথাতাঁর ‘এবার তবে আসি’!

এসইউ/জিকেএস