তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে জি-মেইল

ইন্টারনেট ছাড়া এখন এক মুহূর্তও চিন্তা করা যায় না। প্রযুক্তির সব কাজেই ইন্টারনেট অত্যাবশকীয়। হোক সেটা অফিসের কাজ কিংবা দূর দুরান্তে যোগযোগ করতে। তবে বিশ্বের সবথেকে জনপ্রিয় ই-মেইল পরিষেবা জি-মেইল ব্যবহারে লাগবে না ইন্টারনেট।

Advertisement

অফলাইনেই ব্যবহার করতে পারবেন জি-মেইল। এতদিন গুগলের এই ই-মেইল পরিষেবা ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশন ছিল বাধ্যতামূলক। এবার কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই জি-মেইলের মাধ্যমে ই-মেইল পাঠানো যাবে এবং পড়া যাবে।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইন্টারনেট কানেকশন ছাড়া জি-মেইল ব্যবহার করবেন-

ইন্টারনেট কানেকশন ছাড়া জি-মেইল ব্যবহারের জন্য ব্রাউজার থেকে mail.google.com ওপেন করতে হবে। দ্রুত এই লিঙ্ক ওপেন করার জন্য ব্রাউজারে বুকমার্ক সেভ করতে পারেন। তবে শুধু গুগল ক্রোম ব্রাউজার থেকেই অফলাইনে জি-মেইল ব্যবহার করা যাবে।

Advertisement

অফলাইনে জি-মেইল ব্যবহার করতে প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে mail.google.com অথবা সেভ করা বুকমার্ক ওপেন করুন। এবার সেটিংসে গিয়ে অফলাইনে ক্লিক করুন। সেখানে পাবেন ‘এনাবেল অফলাইন মেইল’ অপশনে ক্লিক করুন। এবার আপনি আপনার জি-মেইল অ্যাকাউন্ট অফলাইনেও ব্যবহার করতে পারবেন।

তবে অফলাইনে ই-মেইলের রিপ্লাই দেওয়া গেলেও তা আউটবক্সে সেভ হবে। পরে ডিভাইস সক্রিয় ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হতে সেই ই-মেইল পাঠানো হবে। সেটিংসের সময় ‘কিপ অফলাইন ডাটা অন মাই কম্পিউটার’ নির্বাচন করলে জিমেইল থেকে লগআউট হলেও কম্পিউটারে তথ্য থেকে যাবে। আর যদি ‘রিমুভ অফলাইন ডাটা ফ্রম মাই কম্পিউটার’ নির্বাচন করেন, তাহলে জিমেইল থেকে লগআউট হলেই অফলাইনে করা কাজের তথ্য মুছে যাবে।

সূত্র: ইকনোমিক টাইমস

কেএসকে/জিকেএস

Advertisement