কৃষি ও পরিবহনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম অবিলম্বে কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কাসবাদী)। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়।আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম হওয়া সত্ত্বেও দেশের বাজারে বেশি কেন? এমন প্রশ্ন রেখে মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম না কমায় কৃষকদের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। আর বাড়তি খরচে পণ্য উৎপাদন করে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না।‘তেলের দাম কমাও, কৃষিতে সেচের খরচ কমাও` এমন স্লোগানে বক্তারা বলেন, জিনিস-পত্রের দাম না কমিয়ে সরকার জনগণের টাকা নিয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে মুনাফালোভী হচ্ছে তারা।সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শুভঙ্কর চক্রবর্তি, কেন্দ্রীয় সদস্য আলমগীর হোসেন, ওবাইদুল্লাহ মুসা, ফকরুদ্দিন কবির আতিক প্রমুখ।এএস/একে/আরআইপি
Advertisement