তথ্যপ্রযুক্তি

ফেসবুক, ভাইবার ও হোয়াটস অ্যাপ বন্ধ

জনগণের সুবিধার্থে সাময়কিভাবে ফেসবুক, ভাইবার ও হোয়াটস অ্যাপ বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের এ সাইটগুলো বন্ধ থাকবে বলে বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে।বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ নির্দেশনা দেয় বলে সংস্থাটির একটি সূত্র নিশ্চিত করেছে।সূত্র জানায়, নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করেছেন। প্রাথমিকভাবে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হলেও পরবর্তীতে লিখিতভাবে নির্দেশনা দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে।উল্লেখ্য, বুধবার দুপুরে মুজাহিদ ও সাকা চৌধুরীর রিভিউ আবেদনের রায় ঘোষণার পর থেকেই এসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।এএ/এআরএস/এমএস

Advertisement